কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ

লিখিত পরীক্ষা ছাড়াই  কানাড়া ব্যাংকে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ “কানাড়া ব্যাঙ্ক” CANARA BANK -এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। বাংলা ভাষা জানলেই আবেদন করতে পারবেন।

Employment No.- CB / RP /2024 (FY 2024-25)
Recruitment Agency- Canara Bank

পদের নাম- অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ- সারা ভারতবর্ষ জুড়ে শূন্যপদের সংখ্যা ৩ হাজার। পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা ১১০ টি, যাদের মধ্যে SC- ২৫ টি, ST- ৫ টি, OBC- ২৪ টি, EWS- ১১ টি, UR- ৪৫ টি।

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে হিসাবে। SC/ ST শ্রেণীভুক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ও OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় পাবেন।
বেতন- অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। স্টাইপেন্ডের পরিমাণ প্রতিমাসে ১৫ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
নিয়োগের স্থান- আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার ব্রাঞ্চ নির্বাচন করতে হবে। ওই ব্রাঞ্চে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আগে প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের ওয়েবসাইট হল nats.education.gov.in , উপরোক্ত পোর্টালে নাম নথিভুক্ত করে www.canarabank.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থী ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি- কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর বিচার করে শতাংশ হারে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।

Official Notice: NOTICE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *