উত্তর ২৪ পরগণায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ।
উত্তর ২৪ পরগণা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন। রাজ্যের জেলায় জেলায় শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাকি জেলাগুলিতে নিয়োগের প্রস্তুতি চলছে। সম্প্রতি বাঁকুড়া জেলার পর এবার উত্তর ২৪ পরগণা জেলার একাধিক ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ব্লক ভিত্তিক ভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
মোট শূন্যপদ— ৪০২ টি। [বনগাঁ- ১২৯ টি, হাড়োয়া- ২৩ টি, মিনাখাঁ- ২১ টি, সন্দেশখালি (২)- ৪৭ টি, হাবড়া (২)- ১৬ টি, বসিরহাট (১)- ৪৪ টি, বরানগর- ৩৯ টি, বনগাঁ গ্রামীণ- ৩০ টি, বনগাঁ শহরী- ১ টি, মিনাখাঁ- ১০ টি, হাড়োয়া- ৬ টি, হাবড়া (২)- ৪ টি, বরানগর- ১৬ টি, বসিরহাট (১)- ৪ টি, সন্দেশখালি (২)- ১২ টি।]
শিক্ষাগত যোগ্যতা— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পদ্ধতি— লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।
READ ALSO: SUPERINTENDENT
লিখিত পরীক্ষার সিলেবাস:
■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
■ পাটিগণিত – ২০ নম্বর
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
■ ইংরেজি – ২০ নম্বর
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর জন্য উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোটার্ল তৈরী করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল। ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজের পছন্দের পদ নির্বাচন করতে হবে। এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে। এখানে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ— ২৫ আগস্ট, ২০২৪।
আবেদনের লিংক- https://north24parganas.gov.in/search/node/ICDS
Pingback: ভারতীয় রেলে ৭০০০ কর্মী নিয়োগ – Shikshangan Institute