রাজ্যের সরকারি হাসপাতালে সাপোর্ট স্টাফ নিয়োগ
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে সরকারি হাসপাতালে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
Employment No.— DH&FWS/7081
পদের নাম— Peer Support
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আবেদনকারীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা সহ ইংরেজি ভাষায় বিভিন্ন অফিসিয়াল কাজ করার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর পারিশ্রমিক হল ১০,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইটে (hr.wbhealth.gov.in) ভিজিট করার পর আবেদন করার পেইজে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ হওয়ার পর নির্দেশ অনুযায়ী ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি পেমেন্ট করতে হবে।
আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি— আবেদনকারীদের একাডেমিক স্কোর -এর ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ— ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এই নিয়োগের জন্য আবেদন নথিভুক্ত করা যাবে।
Official Notification: NOTICE