ইনফোসিসের অফিসে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ
ইনফোসিসে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউর আয়োজন করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে মোট ৭ টি পদে কর্মী নিয়োগ করা হবে। কলকাতায় অবস্থিত নিউটাউনের অফিসেই ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অর্থাৎ শনিবার সকাল ১০ টা থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ইন্টারভিউর জন্য প্রার্থীদের আগে থেকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। উক্ত তারিখে অর্থাৎ ইন্টারভিউর দিন অফিসেই প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই ইন্টারভিউর মাধ্যমে উল্লেখিত সংস্থায় SAP ABAP Developer, SAP FICO Consultant, SAP SD Consultant, SAP BASIS Consultant, SAP ISU Consultant ইত্যাদি পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই সমস্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ইন্টারভিউর তারিখে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। কলকাতার নিউটাউনে অবস্থিত ইনফোসিস সংস্থার ঠিকানা হল – ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, ওয়েস্ট বেঙ্গল, পিন- ৭০০১৩৫