জেলা আদালতে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

উত্তর দিনাজপুর জেলা আদালতে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা দায়রা আদালতে গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।

Employment No.— 22/DRC

পদের নাম— Group­ D (Peon/ Farash/ Night Guard)
মোট শূন্যপদ— 27 টি। (UR- 11 টি, SC- 5 টি, ST- 2 টি, OBC- 6 টি, EWS- 3 টি।)
শিক্ষাগত যোগ্যতা— Group­ D পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— রাজ্য সরকারের Pay Level­ 1 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতনক্রম হল 17,000/- টাকা থেকে 43,600/- টাকা।

পদের নাম— Process Server
মোট শূন্যপদ— 6 টি। (UR- 3 টি, SC- 2 টি, OBC- 1 টি।)
মাসিক বেতন— রাজ্য সরকারের Pay Level­ 5 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতনক্রম হল 21,000/- টাকা থেকে 54,000/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা— Process Server পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।

পদের নাম— LDC (Group C)
মোট শূন্যপদ— 32 টি। (UR- 14 টি, SC- 7 টি, ST- 1 টি, OBC- 6 টি, EWS- 4 টি।)
শিক্ষাগত যোগ্যতা— LDC পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি ভালো টাইপিং স্পিড সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত Computer Training কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন— রাজ্য সরকারের Pay Level­ 6 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতনক্রম হল 22,700/- টাকা থেকে 58,500/- টাকা।

পদের নাম— UDC (Group B)
মোট শূন্যপদ— 7 টি। (UR- 2 টি, SC- 2 টি, ST- 1 টি, OBC- 1 টি, EWS- 1 টি।)
শিক্ষাগত যোগ্যতা— UDC পদে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে ভালো টাইপিং স্পিড সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত Computer Training কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন— রাজ্য সরকারের Pay Level­ 9 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতনক্রম হল 28,900/- টাকা থেকে 74,500/- টাকা।

বয়সসীমা— সমস্ত পদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হল 40 বছর। কেবলমাত্র UDC পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল 32 বছর। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি এবং তাপশীলি জাতির আবেদনকারীদের জন্য 3 বছর এবং তাপশীলি উপজাতির আবেদনকারীদের জন্য 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রত্যেক প্রার্থীকে। এরজন্য আগ্রহী প্রার্থীকে www.uttardinajpurcourtrecruitment2024.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর Apply Online অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করার পর নির্দেশ অনুযায়ী জরুরি ডকুমেন্টের কপি আপলোড করতে হবে।

আবেদন ফি— প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি আলাদা। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য আলাদা আবেদন ফি ধার্য্য করা হয়েছে। সেক্ষেত্রে আবেদন ফি জমা করার আগে নিচের তালিকাটি ভালো ভাবে দেখে নেবেন।

আবেদনের শেষ তারিখ— 20 আগস্ট, 2024।

Detail Notification : uttar dinajpur court notice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *